|

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ – সাহিত্যের নানা রূপ

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ: সাহিত্য শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এর অন্তর্গত বিষয়গুলো হলো— কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও নাটক। এগুলোর ভিন্ন ভিন্ন রূপ ও বৈশিষ্ট্য রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটি অন্যটি থেকে ভিন্ন প্রকৃতির। কবিতা পড়া যায় বা আবৃত্তি করা যায়। কিন্তু গান সুর, তাল, লয়ের ছন্দে গাওয়া হয়ে থাকে এবং এর সাথে থাকে বাদ্যযন্ত্র।

গল্প ও প্রবন্ধ গদ্যে লেখা হয়। গল্পে কাহিনি ও চরিত্র থাকে। কিন্তু প্রবন্ধ কোনো একটি বিষয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা। অন্যদিকে নাটক সম্পূর্ণ আলাদা ধাঁচের। এতে কাহিনি ও চরিত্র থাকে। কিন্তু চরিত্রের মুখে সংলাপের মাধ্যমে কাহিনি পরিণতির দিকে এগিয়ে যায়। সুতরাং এ কথা বলা যায় যে, বিষয়, আঙ্গিক ও বৈশিষ্ট্যের বিন্যাসে সাহিত্যের নানা রূপ সত্যিই বৈচিত্র্যপূর্ণ।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ

পাঠ পর্যালোচনা

‘সাহিত্যের নানা রূপ’ একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ। সাহিত্যের নানা রূপের মধ্যে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি উল্লেখযোগ্য। এখানে এসব রূপের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। কবিতা ও গানে মিলশব্দ থাকে, তাল থাকে, সুর ও পদ্য- ভাষা থাকে। গল্প, প্রবন্ধ ও নাটকের ভাষা গদ্য কবিতায় থাকে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন। গল্প ও নাটকে কোনো না কোনো কাহিনি থাকে। চরিত্র থাকে। প্রবন্ধে এসব থাকে না।

কোনো বিষয়ের ওপর ভিত্তি করে গল্প, প্রবন্ধ ও নাটক রচিত হয়। গল্প আর প্রবন্ধে অনুচ্ছেদ থাকে। নাটকে থাকে সংলাপ। সংলাপ ও চরিত্র ছাড়া নাটক হয় না। তবে গল্পেও সংলাপের প্রচলন দেখা যায়। নাটক অভিনীত হয় এবং অভিনয়ের মাধ্যমে নাটকের সার্থকতা দৃশ্যমান হয়।

শিক্ষার্থীরা মনোযোগের সাথে অনুশীলন করলে সাহিত্যের বিভিন্ন রূপের বৈশিষ্ট্য অনুযায়ী কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটকের পরিচয় সংক্ষেপে লিখতে পারবে। এই কাজটি তারা ছোটো ছোটো দলে আলোচনার মাধ্যমে কিংবা এককভাবেও করতে পারে। তাদের নিজেদের লেখা সাহিত্যের এসব রূপরীতি দিয়ে তারা দেয়াল পত্রিকাও প্রকাশ করতে পারে। এভাবে সাহিত্যের নানা রূপ ও রীতি সম্পর্কে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জিত হবে।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো কী?
উত্তর: কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ।

প্রশ্ন ২। সাহিত্যের প্রতিটি রূপের বৈশিষ্ট্য কেমন?
উত্তর: সাহিত্যের প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা।

প্রশ্ন ৩। মিল-শব্দ থাকে সাহিত্যের কোন রূপের মধ্যে?
উত্তর: মিল-শব্দ থাকে সাহিত্যের কবিতার মধ্যে।

প্রশ্ন ৪। ‘তাল’ কীসের বৈশিষ্ট্য বহন করে?
উত্তর: ‘তাল’ গানের বৈশিষ্ট্য বহন করে।

প্রশ্ন ৫। নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন থাকে সাহিত্যের কোন রূপের মধ্যে?
উত্তর: নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন থাকে কবিতায়।

প্রশ্ন ৬। ‘সুর’ কীসের বৈশিষ্ট্য নির্দেশ করে?
উত্তর: ‘সুর’ গানের বৈশিষ্ট্য নির্দেশ করে।

প্রশ্ন ৭। ‘পদ্যভাষা ব্যবহার করা হয় কোন লেখায়?
উত্তর: ‘পদ্যভাষা’ ব্যবহার করা হয় কবিতা লেখায়।

প্রশ্ন ৮। গদ্যভাষা ব্যবহার করা হয় কোথায়?
উত্তর: গদ্যভাষা ব্যবহার করা হয় গল্প ও প্রবন্ধে।

প্রশ্ন ৯। ‘কাহিনি’ থাকে কীসে?
উত্তর: ‘কাহিনি’ থাকে গল্প ও নাটকে।

প্রশ্ন ১০। ‘চরিত্র’ থাকে সাহিত্যের কোন রূপের মধ্যে?
উত্তর: ‘চরিত্র’ থাকে সাহিত্যের গল্প ও নাটকের মধ্যে।

প্রশ্ন ১১। ‘বিষয়’ থাকে কোন কোন রূপের মধ্যে?
উত্তর: ‘বিষয়’ থাকে গান ও প্রবন্ধের মধ্যে।

প্রশ্ন ১২। ‘অনুচ্ছেদ’ কোন সাহিত্য মাধ্যমের বৈশিষ্ট্য?
উত্তর: ‘অনুচ্ছেদ’ প্রবন্ধ সাহিত্য মাধ্যমের বৈশিষ্ট্য।

প্রশ্ন ১৩। ‘সংলাপ’ কোন সাহিত্য মাধ্যমের বৈশিষ্ট্য?
উত্তর: ‘সংলাপ’ নাটক বা নাট্যসাহিত্য মাধ্যমের বৈশিষ্ট্য।

প্রশ্ন ১৪। ‘অভিনয়’-এর বিষয় থাকে সাহিত্যের কোন রূপের মধ্যে?
উত্তর: ‘অভিনয়’-এর বিষয় থাকে সাহিত্যের নাটকের মধ্যে।

প্রশ্ন ১৫। এখানে সাহিত্যের কয়টি রূপের কথা বলা হয়েছে?
উত্তর: এখানে সাহিত্যের পাঁচটি রূপের কথা বলা হয়েছে।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ চিন্তা করে উত্তর করি

প্রশ্ন ১: একটি গল্প দেখো। গল্প লেখা শেষ হলে গল্পের কোন কোন বৈশিষ্ট্য এখানে রয়েছে তা লেখো।

বাবার জন্য অপেক্ষা

এখানে এলেই থমকে যায় নাদিমের মনটা। দশ বছর আগে ঠিক এখানেই বাবার সাথে তার শেষ দেখা হয়েছিল। শেষ দেখা মানে সেদিনের পর তার বাবার সঙ্গে আর দেখা হয়নি। সেদিন নাদিমকে এগিয়ে দিতে তিনি এখানে এসেছিলেন। বর্ষাকাল হলেও সেদিন বৃষ্টি ছিল না। নাদিম গাড়িতে উঠতে উঠতে বলেছিল- বাবা, ঠিকমতো ওষুধ খেয়ো, শরীরের যত্ন নিও, আমার জন্য দুশ্চিন্তা কোরো না, পরীক্ষা শেষ হলেই চলে আসব।

স্বশিক্ষিত নাঈমউদ্দিন ছেলের কথা শুনে মনে মনে হাসেন আর বলেন, পাগল ছেলে! হাত নেড়ে ছেলেকে বিদায় জানান। সেদিন নাদিম বুঝতে পারেনি যে, বাবার সঙ্গে তার এটাই শেষ দেখা হবে। সেদিনের পর থেকে নাদিম বাবাকে খুঁজে ফেরে। যেখানেই যায়, সেখানেই তার মনে হয় বাবাকে সে পেয়ে যাবে। লেখাপড়া শেষ করে নাদিম ভালো চাকরি পেয়েছে। বিয়ে করেছে, নিজে বাবা হয়েছে। সবকিছুই তার ঠিকঠাক চলছে। শুধু বাবার জন্য তার মন অস্থির থাকে। মায়ের কথা নাদিমের খুব একটা মনে নেই।

মা যখন মারা যান তখন তার বয়স তিন বছরের বেশি হবে না। পাঁচ বছর পর্যন্ত নাদিম মামার বাড়িতে ছিল নানির কাছে। তার মৃত্যুর পর থেকে বাবাই তাকে আগলে রেখেছেন। বাবাই তার সবকিছু হয়ে উঠেছিলেন। সব দাবি-দাওয়া, চাওয়া-পাওয়ার মূলে তার বাবা। নাদিম আজ অনেক বড় হয়েছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছে। এ সাফল্যের কথা শুধু বাবাকে জানাতে পারছে না।

নাদিম যখনই সময় পায় তখনই এখানে ছুটে আসে। এখানে এলেই নাদিমের মনে হয় তার বাবা তাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। গাড়িতে তুলে দিচ্ছেন। বাবার সঙ্গে নাদিমের সেই শেষ দেখার স্মৃতি সে কিছুতেই ভুলতে পারে না। বাবার বয়সী অনেকেই বেঁচে আছেন। কারও কারও সঙ্গে তার দেখাও হয়। এলাকার রশিদ মেম্বার প্রথম নাদিমকে বলেছিল ঝড়-বৃষ্টির রাতে নাদিমদের ভিটে-মাটি ভেঙে যমুনায় ভেসে যাওয়ার কথা। ছোট বাড়িতে একটাই ঘর ছিল।

সেই ঘরেই নাদিমের বাবা নাঈমউদ্দিন ঘুমাতেন। সবাই অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তখন কেউ কেউ বলেছে, ঘরের সঙ্গে ঘুমন্ত নাইমুদ্দিনকেও কাইড়া নিছে যমুনা।’ নাদিমের মনে হতো- বাবা তাকে ছেড়ে যেতে পারেন না। বাবা বেঁচে আছেন, বাবা একদিন নিশ্চয়ই ফিরে আসবেন।

গল্পের বৈশিষ্ট্য
গল্পের যে বৈশিষ্ট্যগুলো এখানে রয়েছে তা হলো-
১. গল্প গদ্য ভাষায় লেখা হয়েছে।
২. গল্পে একটি কাহিনি রয়েছে।
৩. এতে চরিত্র আছে।
৪. গল্পের মধ্যে সংলাপ আছে।
৫. এটি অভিনয় করা যাবে।
৬. এটি আয়তনে ছোটো।
৭. চরিত্রের সন্নিবেশ রয়েছে।


আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৫ম অধ্যায় ৩য় পরিচ্ছেদ – তথ্যমূলক লেখা
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৫ম অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ – বিশ্লেষণমূলক লেখা
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৫ম অধ্যায় ৫ম পরিচ্ছেদ – কল্পনানির্ভর লেখা
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ১ম পরিচ্ছেদ – কবিতা
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ২য় পরিচ্ছেদ – গান
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৩য় পরিচ্ছেদ – গল্প
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ – প্রবন্ধ
আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৫ম পরিচ্ছেদ – নাটক


আশাকরি “৬ষ্ঠ শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ প্রশ্ন উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং লাইভ ক্লাস করতে সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।