|

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় – চারপাশের লেখার সাথে পরিচিত হই

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায়: বিয়ের সময়, বাড়িতে, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে, বিভিন্ন জায়গা পরিদর্শন করার সময়, রাস্তায় হাঁটার এক এক ধরনের তথ্য প্রচার করার উপায় আমরা প্রত্যক্ষ করি। এভাবে প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে তথ্য প্রচার এবং সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারি।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় পাঠ পর্যালোচনা

পাঠ্যবইয়ের বাইরেও আমাদের চারপাশে নানা রকম লেখা দেখা যায়। চতুর্থ অধ্যায়ের ‘চারপাশের লেখার সাথে পরিচিত হই’ শিরোনামে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন : সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন, স্কুল ইত্যাদি। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায় আমন্ত্রণপত্রে পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা অনেকেই দেখে থাকবে।

চারপাশের লেখার সাথে পরিচিত হলে শুধু শিক্ষার্থীরা নয়, যে কেউ উপকৃত হবে। ‘সবুজ ফার্মেসি’ একটি সাইনবোর্ড। এটি পড়ে জানা যায়, এটি একটি ওষুধের দোকান এবং এখানে ওষুধ কিনতে পাওয়া যায়। প্রয়োজনীয় নানা ধরনের ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে। ‘হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন’ একটি পোস্টার। এটি নির্বাচনি প্রচারণা। এখানে হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দেওয়ার কথা বলা হয়েছে।

‘শুভ নববর্ষ ১৪৩০’ শোভাযাত্রার সামনে একটি ব্যানার। এই ব্যানারের মাধ্যমে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। এভাবে কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠির নাম আমন্ত্রণপত্র। বিজ্ঞাপনের মাধ্যমে নতুন পণ্য বা তথ্য সম্পর্কে জানা যায় অর্থাৎ এটির কাজ হলো প্রচারণা চালানো। স্কুলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য বারবার জানা যায়।

সাইনবোর্ড শুধু সবুজ ফার্মেসিতে সীমাবদ্ধ নয়। এরকম আরও নানা কাজে ব্যবহার করা যায়। যেমন : সততা স্টোর, আরোগ্য নিকেতন, চালের আড়ত ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রেই এরকম হতে পারে। শিক্ষার্থীরা সাইনবোর্ড-এর পরিবর্তে দোকানের নাম বলতে পারে। বাস্তব জীবনে এটি কার্যকর করতে চাইলে চারপাশের নানা রকম লেখা নিয়ে অনুশীলন করতে হবে।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় কুইজ প্রশ্ন

প্রশ্ন ১। সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কীসের মাধ্যমে?
উত্তর: সাইনবোর্ডের মাধ্যমে।

প্রশ্ন ২। কোনো সংস্থার পরিচয় তুলে ধরা হয় কীসের মধ্যে?
উত্তর: সাইনবোর্ডের মধ্যে।

প্রশ্ন ৩। পণ্য সংক্রান্ত বিজ্ঞাপন কোথায় দেখা যায়?
উত্তর: পত্রিকায়।

প্রশ্ন ৪। স্ক্রল কোথায় দেখা যায়?
উত্তর: টেলিভিশনে।

প্রশ্ন ৫। অডিও ভিডিওর মাধ্যমে কী শোনা যায়?
উত্তর: বিজ্ঞাপন।

প্রশ্ন ৬। কখনো কখনো ব্যানার কী করে রাখা হয়?
উত্তর: টাঙিয়ে রাখা হয়।

প্রশ্ন ৭। দারুণ! তুমি সময়মতো আসতে পেরেছে।’ এটি কী ধরনের বাক্য?
উত্তর: দারুণ! তুমি সময়মতো আসতে পেরেছে।’ এটি আবেগবাচক বাক্য।

প্রশ্ন ৮। কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় যেখানে সেটাকে কী বলে?
উত্তর: কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় যেখানে সেটাকে সাইনবোর্ড বলে।

প্রশ্ন ৯। বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি দেখা হলে বা ছাপানো হলে সেটাকে কী বলে?
উত্তর: বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে সেটাকে পোস্টার বলে।

প্রশ্ন ১০। সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে কী বলে?
উত্তর: সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে।

প্রশ্ন ১১। কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে কী বলে?
উত্তর: কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে।

প্রশ্ন ১২। পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকার বা অন্য কোনো মাধ্যমে প্রচার চালানোকে কী বলে?
উত্তর: পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে প্রচার চালানোকে বিজ্ঞাপন বলে।

প্রশ্ন ১৩। সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময়ে স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে থাকাকে কী বলে?
উত্তর: টেলিভিশন চলাকালে নিচের দিকে সবু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে থাকাকে স্ক্রল বলে।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেন্ট-১ : মনে করো, শিক্ষক তোমাকে এক ডজন কলম কিনতে দিলেন। তুমি কলম কিনতে কোথায় যাবে? বন্ধুদের সাথে আলোচনা করে লেখো।

তুলি – আমরা একটি দোকানে যাব।
মুকুল- কোন দোকানে যাব?
তুলি – সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি চলো।
মুকুল – ঐ দেখ কতগুলো দোকান।
তুলি – স্যার বলেছেন স্টেশনারি দোকানে কলম পাওয়া যাবে।
মুকুল – তুলি দেখো ঐ দোকানের মাথার ওপর লেখা আছে— ‘এখানে খাতা, কলম, পেন্সিলসহ সব ধরনের স্টেশনারি পণ্য পাওয়া যায়।’
তুলি – বাহ্ মুকুল, তুমি সাইনবোর্ড পড়ে বের করে ফেলেছ আমরা কোথা থেকে কলম কিনব।

অ্যাসাইনমেন্ট-২ : তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে একখানা নিমন্ত্রণপত্র রচনা করো।

২০.০৩. ২০২৩
সুধী,
আসছে ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস’। এ উপলক্ষ্যে আড্ডা আহাম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান গবেষক আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাজ্জাক তালুকদার। এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন।
আপনি উক্ত অনুষ্ঠানে সাদরে আমন্ত্রিত।

বিনীত—
রাজ্জাক কিবরিয়া
আহ্বায়ক,
স্বাধীনতা দিবস উদযাপন কমিটি
আড্ডা আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, বগুড়া।


৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় অতিরিক্ত প্রশ্ন

প্রশ্ন ১। তোমার বোনের জন্মদিন উপলক্ষ্যে একখানা নিমন্ত্রণপত্র রচনা করো।
উত্তর:

জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আসছে ১২ মে, ২০২৩ শুক্রবার আমার ছোট বোন মোসাম্মৎ রিক্তার শুভ জন্মদিন। আমরা পরিবারের সবাই মিলে তারজন্মদিনের উৎসব পালন করব।
উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি এবং দোয়া আন্তরিকভাবে কামনা করছি।
শুভেচ্ছান্তে-
আরহাম মাহমুদ

অনুষ্ঠানসূচি
তারিখ : ১২ মে, ২০২৩
রোজ : শুক্রবার
প্রীতিভোজ : সন্ধ্যা ৭ টা ৩১ মিনিট
স্থান : ওয়ারি কমিউনিটি সেন্টার, ৩২ র‍্যাংকিন স্ট্রিট, ঢাকা।

প্রশ্ন ২। মনে করো, তুমি রাজন। এস. এম. উচ্চ বিদ্যালয়, মিরপুর, ঢাকার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে ‘নজরুল জন্মজয়ন্তী’ উদ্যাপন উপলক্ষ্যে একটি আমন্ত্রণপত্র রচনা করো।
অথবা, তোমার স্কুলে ‘নজরুল জয়ন্তী’ উদযাপন উপলক্ষ্যে একটি আমন্ত্রণপত্র রচনা করো।

১৫.০৫. ২০২৩
সুধী,
সবিনয় নিবেদন এই যে, আগামী ২৫, ০৫, ২০২৩ সকাল ১০ ঘটিকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন বা নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আমাদের বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থানা শিক্ষা অফিসার জনাব মীর হারুনুর রশিদ।
উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।

বিনীত—
রাজন
এস.এম. উচ্চ বিদ্যালয়, ঢাকা।

প্রশ্ন ২। তোমার বোনের বিয়ে উপলক্ষ্যে একখানা নিমন্ত্রণপত্র রচনা করো।
অথবা, তোমার বোনের বিয়ে উপলক্ষ্যে একটি দাওয়াতপত্র লেখো।

জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম।
পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আসছে ২৮ এপ্রিল, ২০২৩ শুক্রবার আমার ছোট বোন মোসাম্মৎ রিক্তা বেগমের সাথে বাগেরহাট জেলার হাজরাখালী নিবাসী মো. রুহুল আমিন সরদারের বিবাহের দিন ধার্য করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি এবং দোয়া আন্তরিকভাবে কামনা করছি।

শুভেচ্ছান্তে
মাহমুদ হাসান

প্রশ্ন ৩। তোমার স্কুলে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে একখানা আমন্ত্রণপত্র রচনা করো।

১৮, ০৬, ২০২৩
ঢাকা
জনাব,
আসছে ২৪ জুন থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত আমাদের নীলক্ষেত উচ্চ বিদ্যালয় বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উত্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন মাননীয় জেলা প্রশাসক ড. সামিউল কবীর। সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মুজিবুর রহমান।
সপ্তাহব্যাপী উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।

আমজাদ আলী
নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ঢাকা

কাওসার জামিল
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ঢাকা


আরও দেখুন: ৬ষ্ঠ শ্রেণির বাংলা সকল অধ্যায় সমাধান


আশাকরি “৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, এবং লাইভ ক্লাস করতে সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।